দিনাজপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, চেম্বার সিলগালা 257 0
খবরের সময় ডেস্ক
দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করে দুই বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম (৩২) উপজেলার মাহাতাবপুর গ্রামের সিদ্দিকুল্লাহর ছেলে।
এব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ পৌরশহরে লাইফ কেয়ারে অভিযান চালিয়ে চিকিৎসক তাজুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাজুল ডাক্তারি সনদ দেখাতে ব্যর্থ হন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তিনি অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই বছর কারাদণ্ড দেন। একই সাথে তার বীরগঞ্জ ও গোলাপগঞ্জের ২টি চেম্বার সিলগালা করে দেয়া হয়।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নবীর হোসেন খান জানান, সাজাপ্রাপ্ত আসামিকে রায়ের কপিসহ কারাগারে পাঠানো হয়েছে।